ময়মনসিংহের ভালুকা উপজেলায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভালুকার আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
“পেটের কৃমি পুষ্টি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে” প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ভালুকা প্রেসক্লাবের সামনে শাপলা বিদ্যানিকেতন স্কুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আনষ্ঠানিক ভাবে কৃমি সপ্তাহের উদ্ধোধন করেন।
সপ্তাহ ব্যাপী সরা উপজেলার ০৫-১৬ বয়সী বিদ্যালয়গামী শিশুদের সহ সকল শিশুকে ১টি করে কৃমির বড়ি খাওয়ানো হবে।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১