ময়মনসিংহে সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগ। শনিবার দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলা ছাত্রলীগ ও জিরো পয়েন্টে মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচীর পরিচালনায় মানববন্ধনে আরে বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ আরো অনেকে। অপরদিকে নগরীর জিরো পয়েন্টে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ মানববন্ধনে নেতৃত্বে দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা স্বোচ্চার। প্রতিটি ওয়ার্ড এবং থানায় ছাত্রলীগের প্রত্যেক সদস্যকে জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ছাত্রলীগই জঙ্গিবাদ হটানোর মূল দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল