দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। শনিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরশাদ আহসান হাবিব।
দুপ্রক জেলা সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, দুপ্রক সহ-সভাপতি শামসুননাহার শান্তি, সদস্য ও সাংবাদিক নুর আলম, আমিনুল হক বক্তব্য দেন।
এরআগে শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বনার্ঢ্য দুর্নীতি বিরোধী র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, গত ২৬ মার্চ শুরু হয়ে ১লা এপ্রিল দুর্নীতি বিরোধী সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মতবিনিময় সভা, র্যালি, দুর্নীতি বিরোধী শপথসহ পদযাত্রা ছিলো কর্মসূচিতে। এছাড়াও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল