কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনা নদীতে নৌকা ডুবে শহীদ নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তার বাড়ি অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা জানান, আজ দুপুরে লাউড়া গ্রাম থেকে ১২/১৪ জন যাত্রী একটি ছোট ডিঙি নৌকায় করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড় বাজারে যাচ্ছিলেন। নৌকাটি কিছু দূর যাবার পর নদীর প্রচণ্ড ঢেউয়ে এটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শহীদ নামে একজন কৃষক নিখোঁজ রয়েছেন। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল