নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার সকালে চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের আবুল হাসেমের বাদাম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন জানান, সকালে এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার পর সেখানে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটি উদ্ধারের সময় বিবস্ত্র অবস্থায়, এক হাতে রশি বাধাঁ, দু-পায়ের রগ কাটা, চোখ উপড়ানো ও কপালে কোপানোর আঘাতের চিহ্ন পাওয়া যায়। রাতের কোন এক সময় তাকে হত্যা করে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। এ ব্যপারে হত্যা মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪