চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর কলেজপাড়া থেকে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার বেলা ১১ টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রামচন্দ্রপুরের কলেজপাড়ার মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মাসুদ রানা ও রামচন্দ্রপুর ঘোনটোলার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম বাবু।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রামচন্দ্রপুরে মাসুদ রানার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মাসুদ রানা ও তার সহযোগী নুরুল ইসলাম বাবুকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯