দোয়া মাহফিল, চেক বিতরণ ও স্মৃতিচারণের মাধ্যমে মাগুরার প্রয়াত চার সাংবাদিকের স্মরণসভা আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর ও নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক মিহির লাল কুরির সভাপতিত্বে স্মরণসভায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাইদুর রহমান, খান গোলাম মোস্তফা মাকুল, অলোক বোস, শফিকুল ইসলাম শফিকসহ নিহতদের পরিবারের পক্ষ থেকে সঞ্জয় রায় চৌধুরী, শরীফ আজিজুল হাসান মোহনসহ শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ