টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ ওহাব ও আশরাফ আলী নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১২। আজ সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন, চর কাগমারা গ্রামের আব্দুল আলীর ছেলে ওহাব ও এনায়েতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কোমান্ডার বীণা রাণী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকায় আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও ওহাবকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে মাটি খুঁড়ে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র্যাব কোমান্ডার জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার