চামড়া শিল্প রক্ষার দাবিতে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চামড়া ব্যবসায়ীরা।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চক বৈদ্যনাথ চামড়া মার্কেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে ব্যবসায়ীরা।
এসময় বক্তব্য রাখেন জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লুৎফর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম আক্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সাভারে চামড়া শিল্প নগরী পূরোপুরি তৈরী না হওয়া পর্যন্ত হাজারিবাগে চামড়া শিল্প কার্যক্রম চালু রাখার দাবি সহ পাট শিল্পের মত চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০