নাটোরের বাগাতিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। জনগনের দোর গোড়ায় ভূমি সেবা পৌছে দেওয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে এ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
শনিবার সকালে ভূমি অফিসের উদ্যোগে এক র্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে এই ভূমি সেবা সপ্তাহ শুরু হয়।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক র্যালী গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়াল সভা কক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু’র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, সহকারী ইউনিয়ন ভূমি অফিসার সুভাশ চন্দ্র প্রামানিক।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২