চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় মিজানুর রহমান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মালুমঘাট রিংভং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে মিজানুর রহমান স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি বাস মালুমঘাট বাজার এলাকায় ওই ছাত্রকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সেলিম উদ্দিন বলেন, বাস চালক আটক ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম