রাঙামাটিতে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কলেজ শাখা ছাত্রলীগ। রাঙামাটি জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১০টায় হঠাও 'জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি সরকারী কলেজের সামনে সংগঠনটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাসেদ, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা, সাধারণ সম্পাদক ইমতিয়াজ রিয়াদ, রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা মো. মহিউদ্দীন লিমন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক হারে মৌলবাদ ও জঙ্গিবাদের ঘটনা ঘটছে। যার কারণে দেশের মানুষ উদ্বিগ্ন ও উৎকন্ঠাই বসবাস করছে। জঙ্গি তান্ডবে প্রাণ হারিয়েছে দেশে বীর সৈনিকরাও।
বক্তরা আরও বলেন, দেশে অন্যান্য স্থানেরমত পার্বত্যাঞ্চলেও যাতে জঙ্গিরা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে প্রতিটি জেলা, উপজেলায় পর্যন্ত। যাতে জঙ্গিদের গতিবিধ মানুষ সহজে চিহ্নিত করতে পারে। অবিলম্বে মৌলবাদ ও জঙ্গিবাদের যারা সাহয্য সহযোগিতা করছে তাদের প্রতিও প্রশাসনের নজড়দারি বাড়ানোর জন্য জোর দাবি জানান বক্তরা।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩