গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে খুলনা ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নব নিযুক্ত ডিআইজিদ্বয় শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার দুপুরে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. দিদার আহম্মদ ও চট্রগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম মনির উজ জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় খুলনা রেঞ্জ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি মো. হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এম মাহমুদ ডন, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান সাগর, রোটরিয়ান শেখ সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার