কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শারমিন তাড়াইলের পশ্চিম জাওয়ার গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
শনিবার দুপুরে মৃত শারমিনের নিজ বাড়ির উঠানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চলতি বছর জাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে বাড়ির উঠানে কাজ করার সময় বিদ্যুতের তার ছিড়ে শারমিনের ওপর পড়ে। স্থানীয় লোকজন সাথে সাথে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৬