নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার সাজাপ্রাপ্ত আসামি পুলিশের এএসআই হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের হিজলা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে হিজলা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। রাতেই তাকে শরীয়তপুরের নড়িয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার পুলিশ সদস্য হাবিব শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের আহাদ বক্স তালুকদারের ছেলে। চলতি মাসের ১৪ তারিখ আদালত থেকে হাবিবকে গ্রেফতারের আদেশ পায় নড়িয়া থানা পুলিশ। তারপর থেকে দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
নারায়নগঞ্জে ৭ খুন মামলার আসামি হাবিবুর রহমান র্যাবের কনস্টেবল ছিলেন। অভিযুক্ত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে তিনি পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ড ঘটানোর পরও বাহিনীতে থাকা অবস্থায় তার পদোন্নতি হয়েছে। বর্তমানে সে হিজলা থানার নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত। তবে এ ব্যাপারে জেলা পুলিশের কোনও কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার