জঙ্গিবাদী তৎপরতা ঠেকাতে লালমনিরহাট পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের নানা কার্যক্রম শুরু হয়েছে। জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে তথ্য ফরম। এছাড়া জনসচেতনতা বাড়াতে শহরে করা হচ্ছে মাইকিং। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপার এসএম রশিদুল হকের নেতৃত্বে শহরের বালাটারী, কুড়াটারী, নর্থবেঙ্গল, মিশন মোড়, মদিনা পাড়াসহ আশপাশের এলাকায় প্রাথমিকভাবে এ কার্যক্রম চালানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমারসহ জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, গোয়েন্দা ও বিশেষ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান, অপরিচিত কোন ব্যক্তি যাতে ভূল বা মিথ্যে তথ্য দিয়ে বাড়িভাড়া নিতে না পারে। এছাড়া কোন জঙ্গি যাতে সীমান্ত জেলা লালমনিরহাটে কোন জঙ্গিবাদী তৎপরতা চালতে না পারে সেজন্য পুলিশের উদ্যোগে বাড়িওয়ালা ও আশ-পাশের বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার