ফেনীর সদর উপজেলায় ৩৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রোকন সরদার (২৫) ও পুঠিয়া থানার বানেশ্বর বাজারের মো. রাব্বুল আলীর ছেলে মো. আসাদুল ইসলাম আসাদ (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে থামার সংকেত দেয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে বাইকে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা।
এ ঘটনায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তারা।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/এনায়েত করিম