বগুড়ার শিবগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে রায়হান প্রামানিক (৩৫) ও জহুরুল (৫০) নামের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকালে উপজেলার মহস্থান সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
নিহত রায়হান প্রামানিক বগুড়ার এরুলিয়ার ইজা প্রামানিকের ছেলে এবং জহুরুল রংপুরের মিঠাপুকুরের আলু ব্যবসায়ী। আহত অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
ওসি আবুল বাশার জানান, সকাল ৬টায় বগুড়ার মহাস্থানগড়ের সেতুর পাশে রংপুরগামী একটি ট্রাকের পেছনে অপর একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ওই দুইজন মারা যান। আহত হন অপর একজন। আহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, পিকআপ ভ্যান ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/মাহবুব