বগুড়ার নন্দীগ্রামে জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদসহ পাঁচ জামায়াত ও শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- ওই উপজেলার কাথম গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার(১৯), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোমিন(১৮), বনিজ উদ্দিনের ছেলে হাসান আলী(২৮), ময়েজ উদ্দিনের ছেলে রহিম উদ্দিন(৬০) ও নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক হোসেন(৩০।
নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আজ ভোর রাতে উপজেলার কাথম গ্রামের রহিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে আটক করা হয়। তারা জামায়াত ও শিবিরের কর্মী। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও সমর্থক স্লিপ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ