পুলিশকে পেটানো ও সরকারি কাজে বাধাদানের মামলায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে জাতীয় প্রেসক্লাব এলাকা মেয়রের তিন সমর্থকসহ তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস।
গ্রেফতার অন্য তিনজন হলেন আমিরুল ইসলাম (৩২) বক্স সোনার (৩২) ও বাবু (২৪)।
ওসি বলেন, গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা তাকে গ্রেফতার করে। এরপর পৌর মেয়রসহ গ্রেফতার হওয়া চারজনকে ঢাকা থেকে নাটোরে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/মাহবুব