ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বনি আমিনের সভাপতিত্বে ইউপি সচিব শহিদুল ইসলাম ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
আগামী অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতি ও খেলাখুলার পর গুরুত্ব দিয়ে ২০ লাখ ১৪ হাজার ৭শ' টাকার বাজেট ঘোষণা করা হয়।
এসময় বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত প্রধাণ শিক্ষক মতিয়র রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার মোর্শেদ, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক তোজাম্মেল হোসেন, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রাজ্জাক, দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান আলী, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাসুদসহ অন্যান্য জনপ্রতিনিধি, শুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/মাহবুব