শরীয়তপুরে ঘুর্ণিঝড়ে কাচিকাটা, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে দুই শতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে চারটি ইউনিনের ১টি বাজারসহ দুই শতাধিক কাচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এঘটনায় দুই জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুর্যোগ কবলিত এলাকার মানুষ গৃহহীন হয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। তবে দ্রুত তালিকা নির্ধারণ করে গৃহ নির্মাণে ও ত্রাণ সহযোগীতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। সোমবার সকালে ঝড়ের কবলে পরে নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও ডিএমখালী ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম। এসময় ঘুর্ণিঝড়ের বাতাসে দুই শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছের ডালা পরে ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামে বেগম আক্তার নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে নওয়াড়া ইউনিয়নের নিরব নামে এক শিশুর মৃত্যর সংবাদ পাওয়া গেছে।
দুর্যোগের সংবাদ পেয়ে দুপুরে নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন। এ সময় ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করে সরকারি সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার