দিনাজপুরে পৃথক স্থানে বজ্রপাতে সাখাওয়াত হোসেন (১৫) ও বিউটি আরা (৩৫) নামে দু’জন দগ্ধ হয়েছেন। সোমবার (১৫ মে) রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
সাখাওয়াত হোসেন সদর উপজেলার বড়গ্রাম পাতৈলশাহ গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং বিউটি ফুলবাড়ী উপজেলার দেবীপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সদর উপজেলার জনতার মোড় থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে সাখাওয়াত দগ্ধ হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অপর দিকে রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার দেবীপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে দগ্ধ হন বিউটি। তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল