ঢাকার বনানীতে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যখন সারাদেশ তোলপার ঠিক সে সময়েই সাভার থেকে তুলে নিয়ে ঢাকার ধামরাই নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক বখাটে যুবক। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া এলাকায় একটি লেবু ক্ষেতে। ধর্ষণের স্বীকার শিশুটির বড় বোন নারগিস বাংলাদেশ প্রতিদিনকে বলেন পরিবারের সদস্যদের নিয়ে তার বোন (ছদ্ম নাম খান) (১৩) ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় একটি টিনসেড বাড়িতে বসবাস করতো। খান রেডিওকলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করতো। পরে গতকাল তার বোন স্কুলে গেলে বিকেলে তাদের বাড়ির পাশের প্রতিবেশী যুবক বৌদ্দ কৌশলে শিশুটিকে একটি গাড়িতে করে ধামরাইর কাওয়ালীপাড়া নিয়ে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়ে লেবু ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে স্থানীয়রা লেবু ক্ষেতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। এসময় স্থানীয়রা ধর্ষণকারী বখাটে যুবক বৌদ্দকে আটক করে গণধোলাই দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে শিশুটির পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. ইসরাত জাহান উম্মান বলেন ধর্ষণের ফলে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন