আম কুড়াতে গিয়ে নড়াইল শহরের ভওয়াখালীতে ঝড়ে নারকেল গাছের নিচে চাপাপড়ে হৃদয় ঘোষ নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে বাড়ি পাশে আম কুড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় নড়াইল রেসিডেনসিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ভওয়াখালীর দিলীপ ঘোষের ছেলে। আজ মঙ্গলবার হৃদয়ের আটতম জন্মদিন ছিল। শিশু হ্দয়ের মৃত্যুতে তার পরিবারসহ সবার মাঝে শোক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে ঝড় শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির আম গাছে আম কুড়াতে আসে হৃদয়। এ সময় হঠাৎ করে নারকেল গাছ পড়ে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/এনায়েত করিম