চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই লাখ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট থেকে তাকে আটক করা হয়।
রহিম চট্টগ্রামের ইয়াবা গডফাদার সেলিমের ভাই বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি জানান, সাগরপথে নৌকায় করে ইয়াবাগুলো নিয়ে উঠান মাঝির ঘাটে খালাস করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে এবং রহিমকে আটক করে।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল