ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে জেলা ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক একরামুল হক একরাম, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি শহীদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মনজেল হক সাগর। এসময় বক্তারা বলেন, জামাত-বিএনপি মদদপুষ্ট আকরাম হোসেন বেকু তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। অবিলম্বে হুমকি দাতাকে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যলয়ে এসে শেষ হয়।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ