টাঙ্গাইলের মির্জাপুরে কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, লতিফপুর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সদস্য মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, সিনিয়র শিক্ষক মো. লিয়াকত হোসেন খান, ছাত্রলীগ নেতা তাহরিন হোসেন সীমান্তসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ