বিএনপি চেয়ারপার্সর বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হঠাৎ তল্লাশির প্রতিবাদে নাটোর জেলা যুবদল এক বিক্ষোভ মিছিল করেছে। শনিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে।
পরে মিছিলটি নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে হাফরাস্তা হয়ে আবারও অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম, যুবদল নেতা ও নাটোর পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, জহির উদ্দিন জহির, ওমর আলী, আফজাল হোসেন বাবু এবং রবিউর রহমান লিটন।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল