পটুয়াখালীর কলাপাড়ায় লাইজু (২১) নামের স্বামী পরিত্যক্তা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন। শনিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত লাইজু উপজেলার লতাচাপলী ইউনিয়নের ফাসীপাড়া গ্রামের ফুল মিয়ার মেয়ে। তিনি মানসিক সমস্যার কারণেই গত বছর দেড়েক আগে স্বামীকে তালাক দিয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, জাল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে মা চন্দ্রবানু। এসময় চিৎকারে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় লাইজুকে দ্রুত নামিয়ে আনে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল