বান্দরবানের লামায় একটি যাত্রীবাহী জিপ গাড়ি পাহাড়ের ঢালুতে পড়ে ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা-ডুলহাজারা সড়কের সাপেরগারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এদিকে অদক্ষ চালকের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে গাড়ির যাত্রীরা অভিযোগ করেছে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ নাছির উদ্দিন বলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা বাজার থেকে বেলা ১১টার দিকে যাত্রী বোঝাই জিপ গাড়ি সাপেরগারা বাজারে যাচ্ছিল। গাড়িটি সড়কের সাপেরগারা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও হেলপারসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের ডুলহাজারা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল