বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হলে ইস্পাত কঠিন জনবিদ্রোহ গড়ে তুলতে হবে। কর্মীদের পাশাপাশি আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বিএনপির অফিস বিএনপির ঠিকানা। অফিস বা বাসা বাড়ি সার্চ করে খালেদা জিয়াকে দমন করা যাবে না।
শনিবার দুপুরে স্থানীয় ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপি নেতা অ্যাড. মোকাদ্দেস আলী, আজিজুল রহমান দুলাল, মজিবর রহমান লেবু, রাকিবুল করিম পাপ্পু, এমএ মুহিত, নাজমুল হাসান তালুকদার রানা, মুন্সী আলম প্রমুখ।
আব্দুস সামাদ সায়েম/এআরএ/