যশোরে ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ গনিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শনিবার ভোরে যশোর ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তখন ১০-১২ মাদক বিক্রেতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।’
তিনি আরও জানান, ‘নিজেদের রক্ষার জন্যে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও 'মাদকের ডিলার' গনিউলকে আটক এবং তার তার কাছে থাকা ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’’
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/এনায়েত করিম