টাঙ্গাইলের ভূঞাপুরে সন্ত্রাস নাসকতা জঙ্গি ও মাদকের বিরুদ্ধে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। আজ দুপুরে ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের আয়োজনে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্রেক্র এর হল রুমে এক সন্ত্রাস নাসকতা জঙ্গি ও মাদকের বিরুদ্ধে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মুফতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূঞাপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম কাউসার চৌধুরী, ভূঞাপুর উপজেলার সকল ইমামগণ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার