সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে পারভেজ (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নবধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) রাসেল আহামেদ জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে উক্ত্যাক্ত করে আসছিল একই এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে পারভেজ। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর অভিভাবক থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার