বগুড়ার ধুনটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২০) নামে এক অটোভ্যান চালককে আটক করে থানায় দিয়েছে। জাহাঙ্গীর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলা সদরের চান্দারপাড়া গ্রামের দিনমজুরের কিশোরী মেয়ে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী প্রতিদিন বাড়ি থেকে জাহাঙ্গীর আলমের ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। দৈনিক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের এক পর্যায়ে ওই ছাত্রীর প্রতি ভ্যানচালক জাহাঙ্গীর আলমের কুদৃষ্টি পড়ে। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় জাহাঙ্গীর। কিন্ত ভ্যানচালকের প্রেমে সাড়া দেয়নি মেয়েটি। এদিকে, কয়েক দিন আগে স্কুলছাত্রীর বাবা জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে যমুনার চর এলাকায় দিনমজুরের কাজে যান। বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে শুক্রবার রাতে স্কুলছাত্রীর ফাঁকা বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর। একসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে এসে জাহাঙ্গীর আলমকে পড়ার কক্ষ থেকে আটক করে। এসময় এলাকাবাসির সহযোগিতায় জাহাঙ্গীরকে আটক করেে থানা পুলিশে দেয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শনিবার বিকেলের দিকে ভ্যানচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিক তদন্তে সত্যতার প্রমাণ পাওয়া গেছে। তারপরও মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার পর প্রকৃত ঘটনা জেনে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার