সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, তোয়াকুল বাজারের উত্তরের গলিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের নৈশপ্রহরী বিষয়টি ব্যবসায়ী ও স্থানীয়দের অবহিত করেন। পরে বাজারের মসজিদে মাইকিং করে বিষয়টি জানানো হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল ফোনে স্থানীয় সালুটিকর অভিযোগ কেন্দ্রে বারবার যোগাযোগ করলেও সেখানে ফোন রিসিভ করা হয়নি বলে ব্যবসায়ীদের অভিযোগ। পরে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ জানান, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে দাবি করছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার