দিনাজপুরের নবাবগঞ্জে বিলের পানিতে ডুবে জান্নাতুন ফেরদৌস (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। আজ দুপুরে নবাবগঞ্জে উপজেলার হরিপুর ইসলামপুর আদর্শ গ্রামের আশুড়ার বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুন ফেরদৌস উপজেলার হরিপুর ইসলামপুর আদর্শ গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে।
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মো. রাশেদুল কবির জানান, উপজেলার হরিপুর ইসলামপুর আদর্শ গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে জান্নাতুন ফেরদৌস শনিবার সকালে বাড়ির পাশেই আশুড়ার বিলে নৌকায় বসে খেলা করছিল। খেলার এ পর্যায়ে বিলের পানিতে পড়ে যায় সে। দুপুরে তার মৃতদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
নবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির দাফন কাজ সম্পাদন করার জন্য ৫ হাজার অনুদান প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার