শতভাগ সাফল্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ উৎসব অনুষ্ঠান হয়েছে। শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (লৌহজং-টঙ্গীবাড়ি ) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আতাউর রহমান মৃধা খোকনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, ক্রীড়া সংগঠন মেহেদি হাসান, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, খোরশেদ আলম বাবুল, কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব পাভেল সাহাবুদ্দিন, বিক্রমপুর প্রেস ক্লাব সভাপতি মো. মাসুদ খান, প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল, লিঙ্কন হাওলাদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এবা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাজ্জাদুর রহমান শিপন মৃধা, ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা, লৌহজং বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মে হক প্রমুখ।
এ বছর হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে শতভাগ শিক্ষার্থীই কৃতকার্য হয়। এর মধ্যে ৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পাবার গৌরব অর্জন করে। এ ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ১টি করে ল্যাপটন উপহার দেয়া হয়। এ ছাড়া এই ৯ শিক্ষার্থীর মায়েদের গর্বিত মাতা হিসেবে ক্রেস্ট, ১১১ শিক্ষার্থীকে মেডেল ও বিদ্যালয়ের ২২ জন শিক্ষককে একটি করে মোবাইলফোন সেট উপহার হিসেবে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার