বরিশালে অনুষ্ঠিত খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সমাবেশে হাওরাঞ্চলের দুর্গত মানুষের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আজ শনিবার জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক সভাপতি আনোয়ার জাহিদ।
বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ দে, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি রহিমা সুলতানা কাজলসহ অন্যান্যরা।
বক্তারা হাওরাঞ্চলের দুর্গত মানুষের খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা, ক্ষতিগ্রস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার