সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন- এমন মানুষদের প্রতিনিয়ত নানামুখি সমস্যার মুখোমুখি হতে হয়। দুশ্চিন্তায় থাকতে হয় তার কর্মসংস্থানের ব্যাপারেও। অর্থের অভাবে তার আবার পুরনো ব্যবসায় ফিরে যাওয়ারও আশঙ্কা থাকে। এমন প্রতিকূল পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে ১০৪ জন মাদক ব্যবসা পরিত্যাগকারীকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুুলিশের (আরএমপি) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকার এসব মাদক ব্যবসা পরিত্যাগকারীকে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। আরএমপির ট্রেনিং স্কুলে মাদক ব্যবসা হতে প্রত্যাবর্তনকারীদের পুর্নবাসন সংক্রান্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- আরএমপির ডিসি (সদর) তানভির হায়দার চৌধুরী, ডিসি (পূর্ব) আমির জাফর, ডিসি (পিওএম) হেমায়েত উল্লাহ, ডিসি (সিটিএসবি) আব্দুল্লাহ আল মামুন, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান, এসি (সদর) ইফতে খায়ের আলম, এসি (ট্রেনিং) শামীমা নাসরিন, ইন্সপেক্টর (ট্রেনিং) আবুল কালাম আজাদ ও সার্জেন্ট (ট্রেনিং স্কুল) রাসেলুর রহমান।
কর্মশালায় মাদক ব্যবসা পরিত্যাগকারীদের মধ্যে থেকেও অনেকে বক্তব্য রাখেন। মাদক ব্যবসা পরিত্যাগকারীদের জন্য কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মাদক ব্যবসা পরিত্যাগকারীদের কর্মসংস্থানের ব্যাপারে আরএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেয়া হয়। এছাড়া কর্মশালায় মাদকের ক্ষতিকারক দিক নিয়ে নির্মিত একটি প্রামান্য চিত্রও প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার