শেরপুরে বাল্যবিয়ে-যৌতুককে লালকার্ড দেখিয়ে সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে ওই ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে ওই ইউনিয়নের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থী হাতে বাল্যবিয়ে-যৌতুককে ‘না’ লেখা লালকার্ড একসাথে তুলে ধরে বাল্যবিয়ে-যৌতুক বিরোধী শপথ করেছেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সাথে সমম্বরে তারা বলে উঠেন ‘১৮ বছরের আগে বিয়ে করব না, কাউকে করতে দেব না। যৌতুক দেবোনা, নেবোনা, মানবো না। দেশ ও জাতির কল্যাণে কাজ করব, নিজেকে গড়বো, দেশের জন্য জীবন উৎসর্গ করবো।’
লালকার্ডে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনবিরোধী হটলাইন নম্বর ‘১০৯’ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর দেওয়া হয়। যাতে যেকোন বাল্যবিয়ের বন্ধের ক্ষেত্রে ওইসব নাম্বারে কল করে ব্যবস্থা গ্রহণে সহায়তা করতে পারে। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি, আইইডি, রক্ত দিন জীবন বাঁচান, আসলকাজ, বাংলার মুখ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এ কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি,পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দা আলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এ মজুমদার