বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ করেছে বগুড়া জেলা বিএনপি। আজ সকালে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বগুড়া শহরের নবাবাড়ী রোডের জেলা কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিল শেষে ভিপি সাইফুলের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, শাহ মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, কাজী আবুর রশিদ, রফিকুল ইসলাম, শামছুল হক রোমান, ফারুকুল ইসলাম ফারুক, আলীমুর রাজি তরুন, যুবদলের মাসুদ রানা, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার