বগুড়ার নন্দীগ্রামে নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগে শিশুটির বাবা সাবু মিয়া ও মা আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। আকলিমা খাতুন নিজের কন্যা সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম থানার এস আই আব্দুস শুকুর জানান, শুক্রবার বিকেলে ধাপপাড়া গ্রামের একটি পুকুর থেকে ৫ দিনের কন্যা শিশুর লাশ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনে নামে পুলিশ। শিশুটির মা আকলিমাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেই সন্তানকে হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেয়। আকলিমা খাতুন পুলিশকে জানায়, প্রায় ৮/৯ বছর পূর্বে প্রতিবেশী সাবু মিয়ার সাথে তার বিয়ে হয়। এরপর একটি কন্যা সন্তান জন্মলাভ করে। মেয়েটির বয়স তিন বছর। সে দ্বিতীয়বার গর্ভবতী হলে তার স্বামী পরিস্কার জানিয়ে দেয় এবারও কন্যা সন্তান হলে সে তাকে তালাক দিবে। অবশেষে আবারও কন্যা সন্তান জন্ম দিলে আকলিমাকে গাল-মন্দ করে সাবু। এমনকি তাকে বাড়ি থেকে বের দেয়ার হুমকি দেয়। অবশেষে স্বামীর ওপর অভিমান করে রাতের আঁধারে নিজেই তার ৫ দিনের কন্যা সন্তানকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আকলিমার স্বীকারোক্তির পর পুলিশ আকলিমা ও তার স্বামী সাবু মিয়াকে আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার