নিখোঁজের দুইদিন পর রায়হান (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার ঝাপই নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রায়হানের বাবা মুকুল খা'র মৃত্যু হলে সে তার মা তাসলিমার সাথে নানাবাড়ি নারিকেল বাড়িয়ায় থাকত। এ ঘটনায় পুলিশ নিহতের খালাতো ভাই রাসেলকে আটক করেছে।
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই জোহা জানান, গত বৃহস্পতিবার খালাতো ভাই রাসেলের সাথে খেলতে বের হয় রায়হান। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে রাসেল ফিরে আসলেও ফেরেনি রায়হান। দুই দিন খোঁজাখুজির পর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে গ্রামবাসি একটি পচাগলা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই জোহা জানান, এটা হত্যা না নদীতে ডুবে মৃত্যু তা বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ নির্নয় করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার