কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকা মূল্যের প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবা উদ্ধারের ঘটনায় মায়ানমার এক নাগরিককে আটক করা হয়েছে। আটক নাগরিক হচ্ছে মায়ানমার মংডু ডেইল পাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে দুস মোহাম্মদ।
২-বর্ডার র্গাড ব্যাটলিয়ানের টেকনাফস্থ উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দীকি জানান, বিশেষ টহলদল নাফনদীর দেড় নং সুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদে অভিযানে যায়। এই সময় বিজিবি ধাওয়া করে দুস মোহাম্মদকে আটক করতে সক্ষম হয়। এসময় আরও ৪ থেকে ৫ জন ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি উপ-অধিনায়ক আরও জানান, আটক আসামি জিজ্ঞাসাবাদে পলাতকদের যোগসাজসে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে বলে জানায়। এদিকে উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার