পাঁচ দফা দাবিতে রবিবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করেছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সেলিম আহমদ ফলিক। ধর্মঘটের কারণে রবিবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগের চার জেলায় কোন ধরণের যানবাহন চলাচল করবে না বলেও জানান তিনি। আজ সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে ধর্মঘটের পক্ষে প্রচারণা চালান পরিবহন শ্রমিকরা।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, গত মে দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, বিভিন্ন পৌরসভায় পরিবহণ কর প্রত্যাহার ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধ করা।
গত ১১ মে এসব দাবি নিয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয় পরিবহন শ্রমিকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনও উদ্যোগ না নেওয়ায় তারা ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানান পরিবহন শ্রমিকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার