কেন্দ্রীয় বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে বানচাল করার জন্য হরতাল আহ্বান ও সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে অংশ নেওয়ায় জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম রানাসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে কেন্দ্রীয় নেতারা ওই তিন জনকে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান।
বহিষ্কৃতরা হলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এদেরকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়।
খাগড়াছড়ি স্থানীয় হোটেলে বহিস্কারের লিখিত আদেশটি পড়ে শোনান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া। তিনি বহিষ্কৃত এই নেতাকে “মীর জাফর” বলে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রশাসন তাদের মহাসমাবেশের অনুমতি দেননি। তবে প্রশাসনের নির্ধারিত পরবর্তী যেকোনো তারিখেই এই সমাবেশের আয়োজন করা হবে।
উল্লেখ্য, বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশ পাহাড়ে গুম, খুন, সন্ত্রাসী ও মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যার প্রতিবাদে আজ রবিবার হরতালের ডাক দেন।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব