পুলিশি বাধায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। বাধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে আজ জেলা বিএনপি সকালে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে তারা।
সেসময় জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমানসহ জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল