মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জসিম মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সোয়া ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের কাজলকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জসিম ওই এলাকার খোরশেদ মোল্লার ছেলে। তিনি ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল এলে ঘর থেকে বেরিয়ে যান জসিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। পরে আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভূট্টা ক্ষেতে গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল